মুন্সীগঞ্জে প্রস্তাবিত মজিদ সরকার নুরানী মক্তব ও মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুর-DVB
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের চর রেঙ্কিন সংলগ্ন চরে স্থানীয় ভুমিহীন চরের অনগ্রসর বাচ্চাদের লেখাপড়ার সুযোগ তৈরীর লক্ষে।
৩নং দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের মৃত্যু আব্দুল মজিদ সরকারের ছেলে মিজানুর রহমান সরকার নুরানী মক্তব ও মাদ্রাসা প্রতিষ্টার লক্ষে ১৮ ই নভেম্বর আব্দুল মজিদ সকরারের মৃত্যু বার্ষিকীর দিনে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে মাদ্রারা নির্মানের প্রস্তাব রাখেন।
দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাছির সর্দার, সমাজ সেবক রাহাদুল ইসলাম ভুইয়া রিপন মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান, তাজুল ইসলাম মাদবর সহ সকলের উপস্থিতিতে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসা নির্মানের জন্য দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাছির সরদার পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন, ইহা, ছাড়া উপস্থিত আরো অনেকেই অর্থ অনুদান প্রদান করেন।
গত ৫ ই জানুয়ারী দুর্বৃত্তরা মাদ্রাসার সাইনবোর্ড ফেলে দেন এই বিষয়ে মিজানুর রহমান সরকার বলেন শিক্ষায় অনগ্রসর ভুমিহীন চরের বাচ্চাদের জন্য নুরানী মক্তব ও মাদ্রাসা নির্মান যাদের সহ্য হয় না তাহারা সমাজের ভালো মানুষ হতে পারেন না।
তিনি আরো বলেন নদী সিকস্তি জমি হয়তো সিমানা একটা ডান বাম হতে পারে কিন্তু নির্মানাধীন মাদ্রাসার সাইনবোর্ড উপড়ে ফেলা কোনো যুক্তি সঙ্গত কাজ নয়।
তিনি আরো বলেন আশা করি সমাজের বিবেকবান মানুষ মাদ্রাসার বিষয়টি গভীর ভাবে বিবেচনা করবেন। স্থানীয় প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.