কিশোর গ্যাংয়ের হামলায় ভ্যান চালক আহত-DVB


মাগুরা সদর বুজরূপ শ্রীগুন্ডি এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক ভ্যান চালক আহত করছেন (৪০) গত ( ৪ জুলাই বৃহস্পতিবার ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আহত ব্যক্তি কে, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরী ভর্তি চিকিৎসা জন্য ।
আহত ব্যক্তির বাড়ি হলেন,মাগুরা সদর বুজরূপ শ্রীগুন্ডি, মোঃ টগর মোল্লা,কিশোর গ্যাংয়ের প্রধান মোঃ ওয়ালিদ , পিতা মোঃ জাকির মোল্লা, । সন্ধ্যার সময়, টগর মোল্লা দোকানে বসে থাকে, এরপর তারা তিনজনে মিলে ডাক দেন, টগর মোল্লাকে এরপর কিশোর গ্যাংয়ের প্রধান ওয়ালিদের নেতৃত্বে অতর্কিতভাবে তারপর হামলা চালায়।
মোঃ ফকরু মোল্লা : পিতা মোঃ খলিল মোল্লা , ওয়ালিদ ও ফারুক তারা ধারালো দা, কাঠের স্ট্যাম্প, লোহার পাইপে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে , এলোপাতাড়িভাবে আঘাত করেন ও পিটিয়ে গুরুতর আহত করেন।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের প্রধান ওয়ালি সহ সকলে পালিয়ে যায়। ভ্যানচালক টগর মোল্লা আহত অবস্থায় উদ্ধার করে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন,
মাগুরা সদর থানার ডিউটি অফিসার মোঃ আল আমিন বলেন, “ আহতর ভাই , বাদি হয়ে দুইজনের নামে অভিযোগ করেছেন উল্লেখসহ আরও ১/২ জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তথ্যানিক ব্যবস্থা নেব বলে জানান।
মাগুরা স্টাফ রিপোর্টার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.