সালথার নবকাম কলেজে নানা আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ২৪ অনুষ্ঠিত-DVB


ফরিদপুরের সালথায় নবকাম পল্লী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, একাদশ শ্রেণী ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় নবকাম কলেজ মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করেন নবকাম কলেজ। ঢাকা অডিট অধিদপ্তর, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের মহাপরিচালক ও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যা প্রমূখ।
এছাড়াও কলেজের বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ নিরুল মিঞা, খোন্দকার সাহজাহান সাজ্জাদ, রুমানুজ্জামান ( রুমান) সহ কলেজ গভর্নিং বডির অন্যন্য সদস্য, অত্র কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার ক্রীড়ক বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার বিকল্প নেই।
তিনি আরো বলেন, সালথা-নগরকান্দার প্রতিটি ভবণের ইটে গায়ে লেখা রয়েছে সৈয়দা সাজেদা চৌধুরীর নাম। তাই এই এলাকার কাইজ্জা বন্ধ করতে হবে। পড়াশোনার দিকে মনোযোগী হয়ে, সকলকে সত্যিকারের মানুষ হতে হবে। যুব সমাজকে এগিয়ে নিতে লেখাপড়া ও খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.