কবিতা-বসন্ত পিষে গেছে


কবিতা-বসন্ত পিষে গেছে
[ গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঢাকায় অবস্থান করছিলাম।
ফুটপাথে চায়ের দোকানের বেঞ্চে বসে যা যা দেখলাম , লিখে ফেললাম।]
লেখক –ইসমাইল হোসেন ফরিদ
প্রাক্তন সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বাতাসে দূষণ ভারী
দূষণ গেছে সীমা ছাড়ি
মেকি প্রেমের হুড়োহুড়ি
আসল প্রেম ভেসে গেছে
বসন্ত এসে গেছে।
কোনো বাঁধা নেই আজ
নেই ভয় , নেই লাজ
মাঞ্জা দিয়ে, দিয়ে সাজ
ঘর ছেড়ে সব বেরিয়ে গেছে
বসন্ত পিষে গেছে।
সোশাল মিডিয়া গুরু সবার
লক্ষ্য সবার কভার পাবার
পোশাক নয় আর শরীর ঢাকার
শালীনতা পালিয়ে গেছে
বসন্ত ফেঁসে গেছে।
রাস্তা দিয়ে চলছে জুটি
উপেক্ষা করে সব ভ্রুকুটি
নানা ছুতোয় , নানা ঢংয়ে
দুটি দেহ মিশে গেছে
বসন্ত পিষে গেছে।
দেহ এখন হৃদয় ছাড়া
মন দেয়া নয়, চলছে ভাড়া
ভিক্ষার চাল কাড়া আর আকাড়া
যে যা পাচ্ছে থলেয় ভরছে
বসন্ত পিষে গেছে।
নেশা নেই আর ভালোবাসার
নেশা এখন ঘেঁষে বসার
মনের রাজ্য একটি পসার
বিকিকিনির হাট বসেছে
বসন্ত পিষে গেছে। কবিতা- বসন্ত পিষে গেছে
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.