ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত- ৭


ফরিদপুরের ভাঙ্গায় মনসুরাবাদ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে সূত্রে জানা যায়।
শুক্রবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৭জন আহত এবং ৬জন নিহত হয়েছেন বলে সূত্রে জানা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের আবু সাঈদের ছেলে মেহেদী মাতুব্বর (২৫) একই উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০), ফরিদপুরের মধুখালী উপজেলার মিরাজুল ইসলাম ও জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া গ্রামের লিটন মন্ডল (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জের মুকসুদপুরগামী সবুজ বাংলা নামের যাত্রীবাহী একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হন। আহত হন লেগুনার কমপক্ষে ৭ যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে।
তবে এরিপোর্ট লেখা পর্যন্ত পরে আরও ২ জনের মৃতের খবর পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.