ভাঙ্গায় আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


ফরিদপুরের কাউলীবেড়ায় “কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আবেশ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট–২০২৩” –এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩ টায় উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও খেলার শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
খেলায় বঙ্গবন্ধু তরুণ সংঘ চরমুগডুবা ১-০ গোলে রহমতুল্লাহ ও সাইদুল বেপারী স্মৃতি সংসদ কে হারিয়ে জয় লাভ করেন। উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল হাসনাত দুদু মিয়া, কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিন খান, ফরিদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন।
ও শ্রম বিষয়ক সম্পাদক মো. ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সহ -সভাপতি জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জালাল।
এবং কাউলীবেড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী আহসান উল্লাহ উজ্জ্বল, এ্যাড. কামাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মো. চুন্নু খান, ভাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শেখ শাহীন, আবেশ স্মৃতি সংসদের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, কাজী আবু হেনা রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন আবেশ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, আরাফাত মনি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন বঙ্গবন্ধু তরুণ সংঘ, লালন আনন্দধাম, বন্ধন সমমনা আইনজীবী মৈত্রী, জান্নাত জুয়েলার্স, মৈত্রী বুক স্টুডিও।
খেলাটির ধারাবর্ননায় ছিলেন সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. জামাল হোসেন, মো. জহির আহমেদ, শাকিল হোসেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ সহ অন্যান্যরা।
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.