আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না-ফরিদপুর ডিসি
ফরিদপুরের ভাঙ্গায় কোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার সময় বলেন, “আইন–শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আপনি কখনোই শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবেন না“।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা কোর কমিটির সদস্যদের সাথে ভাঙ্গা উপজেলার জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে যে বা যারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে / ঘটাবে তাদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দেন তিনি।জেলা প্রশাসক বলেন, ভাঙ্গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি অন্যান্য উপজেলার বিবেচনায় অনেক উপজেলা থেকে খুবই সংকটাপন্ন, সামনে নির্বাচন এই কথাটুকু বলতে শুধু এসেছি আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, র্যাব, পুশিশ সহ গোয়েন্দা সংস্থার সকল সকল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে।
আপনারা যদি মনে করেন আমি অমুক দলের সদস্য, তমুক দলের নেতা ঢাল, সরকি, টেটা, রামদা ও অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবো আমাকে কেউ কিছু করবে না এইটা ভাবার কিন্তু আর সময় নাই। আমরা কিন্তু কোন রাজনৈতিক দল বিবেচনা করব না সে যে রাজনৈতিক দলের সদস্যই হোন না কেন? এই কথাটা বলে দেওয়ার জন্য আমরা এসেছি। আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আপনি কখনোই শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবেন না। আমরা সেই ঘুম ঘুমাতে দেব না।
যারা নির্বাচনে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইবেন এবং যারা নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করবেন, যারা গণতান্ত্রিক পরিবেশ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করবেন, গণতান্ত্রিক আন্দোলন করতে কোন অসুবিধা নাই। কিন্তু যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চিন্তা করেন আমরা আজকের সমাবেশ থেকে সচেতন করার জন্য এসেছি।
সেই চিন্তা থেকে দূরে সরে যান। দয়া করে ওইসব কর্মকান্ড থেকে বেরিয়ে আসুন। কারণ, আমরা ফরিদপুরের আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রাখা হয়েছে আপনাদের। আজ আপনি গ্রেফতার হলেন না তাহলে আপনি বেঁচে গেছেন এটা ভাবার কোন কারন নাই। আজ না হয় কাল আইনের আওতায় আপনাকে আসতেই হবে।
যে কোন সময় গ্রেফতার হয়ে যাবেন শান্তিতে থাকতে পারবেন না। যারা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাবেন আজকের এই সভা থেকে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আইন-শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবেন না, কেউ পার পাবেন না। যারা গাড়িতে আগুন দেবেন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করবেন তারা ওই সব থেকে দূরে সরে আসুন।
মানুষ পুড়িয়ে মারার অধিকার কার আছে? একমাত্র আল্লাহর আছে। যারা অপরাধী শেষ বিচারের দিনে যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনে পুড়ানো হবে। জান মালের যদি কোন হুমকি আসে এবং জান মাল মানুষের জীবনযাত্রায় কোন ব্যাহত সৃষ্টি করা যাবে না। আপনারা দয়া করে আইন-শৃঙ্খলা সমুন্নত রেখে কাজ করবেন। আপনাদের কোন অসুবিধা নাই এই বার্তাটুকু পৌঁছে দিতে সকল আনিশৃঙ্খলা বাহিনী আপনাদের কাছে এসেছি। স্থানীয় সমস্যাগুলো যদি স্থানীয় প্রশাসন না পারে তাহলে আমাদেরকে অবহিত করবেন। আমরা জেলার আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সমস্যার সমাধান করে দিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. শাজাহান পিপিএম-সেবা, এন এস আই সংস্থার যুগ্ন পরিচালক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ, র্যাব-১০ এর কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট নাদিরা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম।
উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আলগী ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর প্যানেল মেয়র শেখ আইয়ুব আলী, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ মাসরুর, ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সী।
এবং সিদ্দিক মিয়া, শহিদুল ইসলাম বাচ্চু, আব্দুল খালেক মোল্লা, রেজাউল মাতুব্বর, সোহাগ মিয়া, অলিউর রহমান, সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইসলামিক ফাউন্ডেশনের এফ.এস, এম.সিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সহ বিভিন্ন মসজিদের ইমামগণ প্রমুখ।
পরে বিকেলে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৯৯ জন জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.