কবিতা- নিভৃতের আকাঙ্খা
কবিতা- নিভৃতের আকাঙ্খা
–নিলুফার ইয়াসমিন রুবি
অতলস্পর্শী রূপে পদার্পণ তোমার,
কখনো ভাবিনি অজেয় হৃদয় আমার
হারাবো সেই জলছবিতে !
উভচরী ভেবে তুচ্ছরূপে ভেবে যেতাম যারে–
হঠাৎ- ঝড়োমেঘের রুদ্রাণী স্রোতে ভাসালে তারে,
ভেসে গেলো হৃদয়ে সিংহাসন; অলিগলি,বন পাহাড়।
মুগ্ধকর নতজানু হয়ে পরে রইলাম তোমার মনের আঙ্গিনায়।
তুমি শুনে উচ্ছাসে হাসো, এও কি হয়!
নতজানু হয়ে ছুঁতে আসে পাদদেশের গুল্মলতা,
যে লতা বেয়ে বেয়ে চূড়ামণি স্পর্শে অব্যর্থ চেষ্টা করেছে চিরকাল।
অতলস্পর্শী যুবক, ভালোবাসার এমন শক্তিকলায়
জীবনে জয়ী করে দিলে আমায় বার বার,
শতো জনমের বেঁচেথাকার অমৃতরস
আকন্ঠ ভরে পিয়ে অমরাবতী হয়েছি আজ।
উন্নত শিরে তুমি রাজন রূপে আমার রাজ্য শাসন করো–
আর আমি নতজানু হয়ে প্রজাবৎসল দাঁড়িয়ে
মিটি মিটি হেসে নিভৃতের প্রেমিকাবৎ ছুঁয়ে যাবো তোমার অমৃতের আকাঙ্খা!
আরো দেখুনঃ-https://www.youtube.com/@mbarta4327
নিলুফার ইয়াসমিন রুবি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে