কবিতা- আকাশের পরে আকাশ
কবিতা– আকাশের পরে আকাশ
লেখক ঃ– ময়না আক্তার মোহনা
আকাশের পরে আকাশ, ছাদের পরে ছাদ,
এই শহরে তবু আমাদের ছোট্ট কুড়েঘর।
দুয়ার পেরিয়ে দু’পা এগোলেই পথ,
এক পা পিছালেই বাহুডোর।
আমরা কষ্টগুলো দুজন মিলে খাই,
হরতাল করি, বিচ্ছেদ হয়, ভাংচুর চলে,
অহংকার, রাগ, ক্ষোভ জ্বালিয়ে পুড়িয়ে,
আবার সাজায় ভালবাসার সংসার,
ফিসফিস করে চলে রাতের আলাপ।
তোমাকে পেলে
এভাবে সুখে-দুঃখে একটা জীবন
পার করে দেয়া যায়,
একটা জীবন পার করে দেয়া যায়
অভাব অনটনে, কখনো বিলাসে,
শুধু ভালোবাসা পেলে ।
তোমাকে পেলে–
পারি মনকে মসজিদ বানিয়ে
আমৃত্যু সেজদায় থাকতে ,
পারি শয্যায় কামনার দেবীকে অঞ্জলি দিতে,
রাতের আঁধারে মুঠো ভরে বেলী এনে দিতে।
পারি আঁধারের ঘ্রাণে মাতাল
হয়ে উত্তাল হয়ে উঠতে।
সব পারি যদি ভালবাসা পাই,
একজীবনে অভিমানী মন আর কিবা বেশি চাই ?
লেখকঃ– ময়না আক্তার মোহনা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে