ভোলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা রিক্সা চালকের-রিপোর্ট শফিক খাঁন


ভোলায় বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক রিক্সা চালকের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল(১৬ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার রাজাপুরের শান্তির হাট এলাকা থেকে কিশোরী কে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত রিক্সা চালক কে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
কিশোরীর গ্রামের বাড়ি বরিশালের কোথায় তা সে নিশ্চিত বলতে পারে না। তবে তারা ছোটবেলা থেকেই ঢাকার মেরুল বাড্ডায় থাকেন বলে জানান কিশোরী। বর্তমানে কিশোরী মোসাঃ —–উত্তর বাড্ডার …. মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
কিশোরী জানান গত বুধবার বিকালে তারা ১০ বান্ধবী মিলে ঢাকার সদরঘাট থেকে এমভি সাব্বির লঞ্চে ভোলার উদ্দেশ্য ঘুরতে আসে। রাত বেশি হওয়ার কারনে তারা রাতে লঞ্চ থেকে না নেমে সারারাত লঞ্চেই অবস্থান করেন, এবং গতকাল বৃহস্পতিবার ১৭ জুন সকালে তারা লঞ্চ থেকে নেমে ঘুরে বেড়ায়।
কিশোরী বলেন বৃহস্পতিবার বিকাল অনুমান পাঁচটার দিকে ইলিশা হাট থেকে রহিমের রিক্সায় ১০ টাকা ভাড়া চুকিয়ে বান্ধবী মরিয়মের বাড়ি পৌছাতে চায়। একাকী কিশোরী যাত্রীকে গন্তব্যে পৌছে না দিয়ে অন্য দিকে নিয়ে যায় চালক।
রাজাপুর ৮ নং ওয়ার্ডের জামালের সর্দারের ছেলে রিক্সা চালক রহিম ইতিপুর্বে এরকম ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় কিচু প্রভাবশালী কর্তাবাবুদের প্রভাবে রহিম অপরাধ করেও পার পেয়ে যায় বলে জানান তারা।
এদিকে কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর পরই বাড়ি ছেড়ে পালিয়েছেন রিক্সা চালক রহিম। রহিমকে মামলা থেকে বাঁচাতে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী কর্তাবাবুরা।
যে কারণে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১১টা পর্যন্ত অভিযুক্ত রহিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এবিষয়ে অভিযুক্ত রহিম এর বাবা জামাল বলেন আমার ছেলে নিশ্চয়ই ধর্ষন চেষ্টার অপরাধ করেছে , এহেন অপরাধের জন্য আমি ছেলের জন্য আইন তথা সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির বিপিএম বলেন কিশোরী ঢাকা থেকে বান্ধবীদের সাথে ঘুরতে এসে অনাকাঙ্ক্ষিত ভাবে একা হয়ে যায়।
রিক্সায় বান্ধবীর বাসায় পৌছাতে রিক্সা চালক তাকে বিভ্রান্ত করে। আমরা পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করেছি। তার গার্ডিয়ানকে অবহিত করা হয়েছে তারা আসলে তাদের কাছে পৌছে দেয়া হবে।
শফিক খাঁন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.