কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স সংকট নিরসনে কলেরা ও ওরস্যালাইন হস্তান্তর


পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট নিরসনে ১ হাজার পিচ কলেরা স্যালাইন ও ৮ হাজার ৪৩৩ পিচ ওর স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) বেলা ১১ টায় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি হাসপাতাল মিলনায়তনে উপস্থিত থেকে এ স্যালাইন আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদারের হাতে তুলে দেন।
শাহ্জালাল ইসলামি ব্যাংক এ সহায়তা প্রদান করে। এর ফলে স্যালাইন সঙ্কট নিরসন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম মোশাররফ হোসেন।
ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ডাক্তার জুনায়েত খান লেলীনসহ চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নয়নাভিরাম গাইন ( নয়ন) পটুয়াখালী-প্রতিনিধি,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.