শ্রীনগরে রোভিং সেমিনার অনুষ্ঠিত


মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্পের এর আওতায় কৃষক/ কৃষাণীদের তথ্যসেবা বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২জুন) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ রোভিং সেমিনারের আয়োজন করা হয়।শ্রীনগর উপজেলা কৃষি অধিদপ্তরের অফিসার শান্তনা রাণীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহি অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলার কৃষি অধিদপ্তর উপ -পরিচালক মোঃ খুরশীদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন।
অন্যান্যদের মধ্যে ছিলেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন অগ্রগামী কৃষক বৃন্দ।
সেমিনারে প্রধান আলোচ্য বিষয়,উপজেলায় অগ্রসর ৫০ জন কৃষকদের কৃষি আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন উপাদান ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বর্জ্রপাত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস ও দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.