কানাইপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত রামখন্ড দক্ষিণ মাঠে ইটের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারাকে অব্যহত রাখাতে নিরলসভাবে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে ১৮ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়নের রামখন্ড এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত মন্ডলবাড়ী পাকা রাস্তা হইতে দূর্গাপুর মাঠ পর্যন্ত ইটের (এইচবিবি) রাস্তার ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণের উপস্থিতিতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামখন্ড গ্রামে ইটের রাস্তা করনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাইপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সফল চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কানাইপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তুখোড় ছাত্র নেতা ফকির মোঃ সুজায়েত হোসেন। উক্ত অনুষ্ঠান সমাপনীতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় পরিবার” এর প্রতিষ্ঠাতা মোঃ ইনামুল হাসান মাসুম।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফকির মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কমল চন্দ্র ভৌমিক, আলেক মন্ডল, কাদের মন্ডল, ফজলু মোল্লা, ভবেশ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফরিদপুর প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে