সালথার ফুকরা গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত DBB


Eid congregation held at Eidgah Maidan adjacent to Salthar Fuqra Cemetery
ঈদ শুধু একটা উৎসব নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। আসুন, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে ঈদের খুশি উপভোগ করি। আপনার জীবন সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!”
Eid is not just a festival, it is a bond of love and harmony. Let us all forget all the differences, big and small, and enjoy the joy of Eid together. May your life be filled with happiness, peace and joy. Eid Mubarak!”
রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত শেষে এলো খুশির ঈদ। আপনার জীবন হোক ঈদের চাঁদের মতো আলোয় ভরা, আনন্দে ও ভালোবাসায় উদ্ভাসিত হোক।
আজ সোমবার (৩১ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর ফুকরা গ্রামের ঐতিয্যবাহী গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৯ঘটিকায় ঈদের নামাজ এর জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামের দুটি প্রধান উৎসবের মধ্যে প্রথমটি হল ঈদুল ফিতর, অন্যটি হল ঈদুল আযহা। এটি ইসলামী ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে পড়ে। বিশ্বব্যাপী মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে কারণ এটি রমজানের এক মাসব্যাপী ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনার সমাপ্তি চিহ্নিত করে।
Eid al-Fitr is the first of the two main festivals in Islam, the other being Eid al-Adha. It falls on the first day of Shawwal, the tenth month of the Islamic calendar. Eid al-Fitr is celebrated by Muslims worldwide because it marks the end of the month-long dawn-to-dusk fasting of Ramadan.
মাওঃ মুফতি মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় এবং ইমামতি করেন হাফেজ মাওঃ মুফতি আবু নাসির হোসাইন এবং দোয়া পরিচালনা করেন মাও: মুরাদ সাহেব। তিনি বলেন আমরা যেন সকলে একসাথে ভালভাবে চলতে পারি আল্লাহ যেন আমাদের এই তাউফিক দান করেন।
এ সময় উক্ত ঈদগাহ ময়দানে উপস্থিত সমাজ সেবক ডাঃ মোঃ হাজী কাওছার আলী, আঃ কাদের মিয়া –সিনিয়র শিক্ষক সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মানবাধিকার কর্মী মোঃ সারোয়ার হোসেন, মোঃ সাহেব মাতুব্বর, মোঃ আবীদ হাসান, মোঃ কুদ্দুস মাতুব্বর. মুজিবুর মাতুব্বর, মোঃ হাসান মুন্সী –ইউপি সদস্য, মোঃ মোশাররফ হোসেন-বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা ও (দৈনিক সংবাদ প্রতিদিন –সালথা প্রতিনিধি।
বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহা: সরোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন রোজা আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দিয়ে গেল আমরা যেন এই রোজার শিক্ষা ভ্রাতৃত্ববোধ নিয়ে আগামি দিনে পথ চলতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লিগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও সকল কবর বাসী তথা বাংলদেশে সকলের জন্য দোয়া করা হয়।
আনন্দ, ভালোবাসা ও শান্তির এক অপূর্ব মিলনমেলা হলো ঈদ। জীবনের সব দুঃখ-কষ্ট ভুলে গিয়ে ঈদের এই খুশিকে উপভোগ করুন হৃদয় খুলে। আল্লাহ আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন এই শুভ দিনে। ঈদ মোবারক!
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.