রসুন ক্ষেতে মিলল কদম আলী নামে কৃষকের লাশ পরিবারের দাবি হত্যা DVB
রাজবাড়ীর কালুখালীতে রসুন ক্ষেত থেকে কদম আলী শেখ নামে (৫৭) বয়সী এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কৃষক কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া চরের শিকদার পাড়ার মৃত ওসমান গণি শেখের ছেলে কদম আলি শেখ।
কদম আলী শেখের ছেলে আবজাল শেখ বলেন, সোমবার বিকেল ৪ টার দিকে তার বাবা পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও তার বাবা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।
এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন ক্ষেতে তার বাবার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘আমার ছোটবোন পূর্ণির স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও মামলা চলছে। ছোটবোন বর্তমান আমাদের বাড়িতেই থাকে। ছোটবোনের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আমার বাবাকে হত্যা করেছে।’
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, কদম আলী শেখের পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। তবে আমরা তার শরীরে আঘাতে কোনো চিহ্ন পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজবাড়ী প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.