অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন-DVB
খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৪ নভেম্বর) বেলা ২:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।
তিনি জানান, শনিবার জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এ ঘটনায় বেশ কিছু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন, যার মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন।
আহত শিক্ষার্থীরা এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। এ সময় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সাথেও খারাপ আচরণ করে।
আজাদ বলেন, “ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে, কারণ তারা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করা হয় বা হুমকি দেওয়া হয়, আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেব। যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রাতুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।
সাইফুল ইসলাম, খুবি প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে