সালথায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও অফিস উদ্বোধন-DVB
ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের আনন্দ র্যালি ও উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বার) বিকাল ৪টায় উপজেলা সদরের বাইপাস সড়কে এ কার্যালয় উদ্বোধন করেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন।
উদ্বোধন শেষে সদর বাজারে একটি আনন্দ র্যালি বের করা হয়। সালথা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া।
সালথা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মোল্যা, সদস্য সচিব সজীব আল হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যানের আদর্শ্য বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ ।
মোঃ মজিবুর রহমান-সালথা ফরিদপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে