খুবির ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা – গণিত-DVB
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহীদ মীর মুগ্ধ আন্ত-ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা ফাইনালে উঠেছে বাংলা এবং গণিত ডিসিপ্লিনের ফুটবল দল। শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয়বাংল ভবন সংলগ্ন মাঠে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে গণিত ডিসিপ্লিন ট্রাইব্রেকারে ৩-১ গোলে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলা ডিসিপ্লিন ২-১ গোলে এমসিজে ডিসিপ্লিনকে হারিয়ে ফাইনালে ওঠে।
এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উদ্যোগে ফাইনালে ওঠা দুই দলকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের বাংলা নাটমণ্ডপ কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলাম, খুবি প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে