ফরিদপুরের সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন -DVB


ফরিদপুরের সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১টায় সালথা সদর বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আব্দুল মমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. আবুল হাসান।
ও মেডিকেল অফিসার আবাসিক ডাঃ প্রীতম দাস, ডাঃ রিফাত মুরসালিন ইবনে হাবিব, ডাঃ মো. আল আমিন হোসেন, ডাঃ মরিয়ম অন্তরা, ডাঃ এইচএম মশিউর রহমান।
সালথা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সাবেক মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, যুবদল নেতা বালাম হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মৃধা। তিনি জানান, এখানে ফোরডি কালার মেশিনে আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজিসহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.