মাগুরায় মাতুব্বরের নামে ধর্ষণের অভিযোগ-DVB
মাগুরা সদর উপজেলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের গৃহিণী (৩৫) ধর্ষণের অভিযোগে ফুলমিয়া ( ৪৭) নামে এক গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে । গত মঙ্গলবার (৯ জুলাই) মাগুরা সদর থানার চাঁদপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুলাই ৯) নির্যাতনের শিকার হয় ওই (গৃহিণী ) স্থানীয়রা জানান, ফুল মিয়া গত মঙ্গলবার, রাতে ওই গৃহিণীকে কৌশলে ঘরের ভেতরে আটকে নিয়ে ধর্ষণ করে। এখনো ওই মহিলা চিৎকার করতে থাকেন, পরে স্থানীয় লোকজন ছুটি আসেন, তখন ফুলমিয়াকে আটকিয়ে রেখে মারধর করেন এবং থানায় খবর দেন , মাগুরা সদর থানার কর্ম করতে এএসআই কামাল মিয়া যেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ আনেন।
এলাকার লোকজন বলেন ফুল মিয়া মাতব্বরের নামে অভিযোগ অনেক খারাপ মানুষ এবং এর চরিত্র অনেক আগে থেকেই এবং এর জন্য গ্রামের মা বোন শান্তিতে থাকতে পারেন না, এইভাবে স্থানীয় লোকজন বলতে থাকেন ।
পরে এই বিষয়টি গ্রাম্য চেয়ারম্যান ও গ্রামের মাতব্বর ইমাম উদ্দিন সমাধানের কথা বলে বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে বলে জানান বাড়ির আঙ্গিনার কিছু মানুষ, বুধবার কে বা কারা ধর্ষক ফুল মিয়ার একটি ফটো ফেসবুকে পাওয়া যায়, পোস্ট করেন কে বা কারা।
মাগুরা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.