সালথায় নানা আয়োজনে ১৪৩১ বাংলা নববর্ষ বরণ -DVB


ফরিদপুরের সালথায় নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সালথা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।
ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশনসহ লাঠিখেলায় অংশ নেয়।
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.