সালথায় সিসি ক্যামেরা কে তোয়াক্কা না করে চুরি করতে গিয়ে ধরা-DVB


ফরিদপুরের সালথা সদর বাজারে এই চুরির ঘটনা ঘটে , নাম রুমান (২০) বছর, পিং ফখরুদ্দিন মাতুব্বর, সে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুল দিয়া গ্রামে বসবাস করে।
রুমান গত ৭ তারিখ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫.০০ টার দিকে সালথা বাজারের পরেশ সাহার ঘর থেকে ২৫ লিটার ডিজেল সিসি ক্যামেরা কে ফাঁকি দিয়েই নিয়ে চলে যায়।
কিছুক্ষণ পরে পরেশ সাহার মেজো ছেলে বিপুল সাহা ডিজেলের ড্রাম না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন. সিসি ক্যামেরা চেক করার পরে চোর রুমানকে দেখতে পায়. এরপর রুমান যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মাথায় রেজাউল এর মুদির দোকানে সিসি ক্যামেরা আছে সেটাও চেককরা হয়।
শেখানো ও চোর রুমানকে দেখা যায়। এর তিনদিন পর অর্থাৎ ১০ তারিখ রবিবার হাটে চোর রুমান। বিকাল ৪ টার দিকে পরেশ সাহার ঘরের সামনে দিয়ে হাটাহাটি করে।.
তখন বিপুল সাহার ঘরের কর্মচারী গোবিন্দ চোর রুমানকে দেখে চিনে ফেলে এবং তাকে তখনই ধরে ফেলে। পরেশ সাহার ছেলে বিপুল সাহা বলেন এর আগে দুই কার্টুন সাবান নিয়েছে আমার দোকানের সামনে থেকে এবং সপ্তাহ খানেক আগে ৬০ লিটার ডিজেল নিয়েছে রুমান।
জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা (বিশেষ) প্রতিনিধি:৷
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.