সালথায় চলছে মাটি কাটার মহোৎসব, হারিয়ে যাচ্ছে কৃষি জমি-DVB
ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি হতে দিনে রাঁতে চলছে মাটি বিক্রির মহোৎসব। বিক্রিত মাটিগুলো বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রলি গাড়ী।
এতে করে একদিকে যেমন দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে অন্যদিকে অবৈধ ট্রলির তাণ্ডবে ধ্বসে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা এবং কাঁচা সড়কগুলো। দিনে এবং রাতে অতিরিক্ত ট্রলি চলাচল করার কারনে পাকা ও কাচা সড়কগুলোতে প্রচুর ধুলো ময়লার সৃষ্টি হচ্ছে। যার ফলে স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবন যাপনে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
ময়লায় তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ও খাওয়া দাওয়ায় খুবই অসুবিধা হচ্ছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ট্রলি গাড়ী হতে খসে পড়া মাটি হতে কাঁদার সৃষ্টি হচ্ছে। যার ফলে ঘটে দূর্ঘটনা।
মাটি ব্যবসায়িরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পায় না। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মধ্যপাড়া রুহুল মাতুব্বরের বাড়ির সামনে শাহজাহান,
রাঙ্গারদিয়া মধ্যপাড়ায় স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মাটি ব্যবসায়ি মুরাদ মোল্লা,রাঙ্গার দিয়াপশ্চিমপাড়া সালথা উপজেলার বিশিষ্ট মাটি ব্যবসায়ী মোঃ কামরুল ও বোয়ালমারী সিরাজ দিনে রাতে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের এমন কর্মকাণ্ড।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিছুর রহমান বালী বলেন, গত সপ্তাহে দুই জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অভিযান পরিচালনা করা হবে।
জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা (বিশেষ) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.