সত্যে ন্যায় সমবায় সমিতির বনভোজন-DVB


ফরিদপুরে সত্যে ন্যায় সমবায় সমিতির উদ্যেগে বনভোজন এর আয়োজন করা হয়েছে। সমিতির প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে আজ শনিবার (২৪ ফ্রেবুয়ারী) ধুলদি ফান প্যারাডাইসে এই বনভোজনে ফুটবল খেলা, লটারী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সমিতির সদস্য আব্দুর রহমান, ফকির আঃ মান্নান, আঃ কুদ্দুছ, সাংবাদিক আবু নাসের হুসাইন, নাজিম উদ্দিন, আইয়ুব মোল্যা, ফরহাদ হোসেন, শাহরিয়ার জুয়েল, সোহেল রানা, আবুল বাসার প্রমূখ।
এসময় সমিতির অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দিক-নির্দেশনা দেন মশিউর রহমান জাদু মিয়া।
মুজিবুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.