নন্দিত ওয়ায়েজ মাওলানা রফিকুল্লাহ’র ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক-DVB


দক্ষিণ চট্টলার উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ওয়ায়েজ, প্রবীন আলেমেদ্বীন উখিয়া উপজেলাধীন রত্না পালং, ভালুকিয়া মুঈনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা রফিকুল্লাহ রাহ. আজ সকাল ৬.২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা রফিকুল্লাহ রাহ. ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, ইসলামিক গজল কক্সবাজার জেলা শাখা। আজ (১৬ ফেব্রুয়ারী ) জুমাবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলার সভাপতি
সাংবাদিক নেতা মাওলানা ইউনুস ও জেলা সেক্রেটারি মুফতি ওসমান গনি চৌধুরীর যৌথ বিবৃতিতে বলেন, মাওলানা রফিকুল্লাহ রহ. দক্ষিণ চট্টগ্রাম তথা পুরো চট্টলার তৌহিদী জনতার নন্দিত আলেম, সফল পরিচালক, মুখলিস দা’য়ী, জনপ্রিয় ওয়ায়েজ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন, কুরআন সুন্নাহর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মুকাবিলা করতে তিনি প্রথম সারিতেই থাকতেন।
তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা কমিটির উপদেষ্টা ছিলেন, তিনি ইসলামি শিক্ষা বিস্তার এবং দ্বীনি আন্দোলনে প্রায় সময় হযরত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
এলমে দ্বীনের প্রচার-প্রসারে হযরতের ভূমিকা কওমি অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আঞ্জুমানে দাওয়াতে ইসলাহের কক্সবাজার জেলার উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠন এবং বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। দেশের এই অন্যতম শীর্ষ আলেমেদ্বীনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে হযরতের মাগফিরাত কামনা করছি।
দেশজুড়ে মাওলানা রফিকুল্লাহ রহ’র রুহানি সন্তান, শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
কক্সবাজার জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.