চার্টার্ড লাইফ ফরিদপুরে ২২৪১ জমায় ৩৪৩৩৪০ মৃত্যুদাবী চেক প্রদান
আজ ১২/০২/২৪ রোজ সোমবার ফরিদপুর সদর উত্তর আলীপুরে একটি ৩,৪৩,৩৪০/- মৃত্যদাবীর চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সরোয়ার এজেন্সী এর সম্মানীত বীমা গ্রাহক জনাবা আফরোজা বেগম তিনি গত ০৫/১২/২০২৩ একটি বীমা ক্রয় করেন। তিনি মাসিক মাত্র ১টি কিস্তি ২২৪১ টাকা জমা দেন তার পর ১৯/১২/২৩ তারিখে ডাইরিয়া জনিত কারনে মৃত্যুবরণ করেন।
তাহার সকল কাগজ পত্র চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফিসে জমা দেয়ার ৭ দিনের মধ্যে মৃত্যুদাবী বাবদ ৩,৪৩,৩৪০/- ( তিন লক্ষ তিতাল্লিশ হাজার তিনশত চল্লিশ ) টাকার চেক তার স্বামী মো: রাশেদ ব্যাপারী এর হাতে তুলে দেন।
চেক হস্তান্তর করেন প্রধান অতিথি ,জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা (ইভিপি এ্যান্ড এজেন্সী ডিরেক্টর, হেড অব বিজনেস ম্যানেজমেন্ট)
আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি :
জনাব মো: মাহমুদুল হক (ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)
জনাব কামরুজ্জামান ((ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট এ্যান্ড হেড অব পওস এ্যান্ড ক্লাইমস ডিপা.)
জনাব মো: কামরুজ্জামান বিপ্লব (সিনিয়র সেলস ম্যানেজার, কুষ্টিয়া সেলস অফিস)
জনাব মোকতার আহমেদ (ম্যানেজার এ্যান্ড হেড অব এমএস এ্যান্ড পিআর ডিপা.)
সভাপতিত্ব করেন, জনাব মোশারফ হোসেন (এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও ইনচার্জ, ফরিদপুর সেলস অফিস)
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ফরিদপুর সেলস এর ব্যাঞ্চ ম্যানেজার মো: মিঠুন মৃধা, মো: সরোয়ার প্রামানিক, ইউনিট ম্যানেজার সম্রাট খান, দেলোয়ার মিয়া, সাহিদুল ইসলাম, ফরিদ মোল্লা, পপি আক্তার ও মাঠ কর্মীবৃন্দ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ। উপস্থিত বক্তারা সবাই বীমা সুবিধা তুলে ধরেন এবং সকলেই বীমা করার প্রতিশ্রুতি দেন।
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে