ভোলার শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলো তিন চাকার দখলে-DVB


ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্থান নতুন বাজার এখন তিন চাকার দখলে। কোন ভাবেই তিন চাকার দখলমুক্ত করা যাচ্ছে না নতুন বাজারকে। তাই দিন দিন ভোগান্তি বাড়ছে পথচারীদের।
অপরদিকে ভোলার সড়কে তিন চাকার যানেই বেড়ে চলছে মৃত্যুর মিছিল। প্রশিক্ষণহীন,লাইসেন্স বিহীন চলাচলে বাঁধা না থাকায় এবং অদক্ষ চালকদের কারনে সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির ঘটনা।
তিন চাকার অটোরিকশার এলইডি লাইটই রাতের দূর্ঘটনার প্রধান কারন বলে মনে করছেন সুশিল সমাজ । তবে তিননচাকার যানের দাপট এ যেন এক অপ্রতিরোধ্য বিষয় হয়ে দাড়িয়েছে ভোলার সড়ক পথে। ভোলার আঞ্চলিক মহাসড়ক ও সংযোগ সড়কে থামছে না তিন চাকার যানবাহন চলাচলের দাপট । আর এই বেপরোয়া চলাচল করা তিন চাকার যানের কারনে প্রায়ই সড়কের পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণহানি ঘটে।
ভোলায় সড়কে নিষেধাজ্ঞা ও ট্রাফিক আইন শৃঙ্খলা না মেনেই চলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যান এর মতো ছোট ছোট যানবাহন। সড়কে শুধু দূর্ঘটনাই নয় এই তিন চাকার কারনে যেখানে সেখানে তৈরি হচ্ছে যানজট। উত্তর ভোলার ব্যাস্ততম বাজার পরানগঞ্জ বাজারে সর্বক্ষনই যানজট লেগেই থাকে এই যানজট নিরসনের সংশ্লিষ্ট প্রশাসন উদ্যোগ নিলেও বেশতে যাচ্ছে থ্রি হুইলারের অদক্ষ চালকদের কারনে।
সন্ধ্যা হলে এই তিন চাকার গাড়ির ঝমকালো এলইডি লাইটের কারনে বিপরিদ দিক থেকে চলাচল করা মটর সাইকেল কিংবা যেকোন যানবাহন চালাতে ব্যাপক ঝুঁকিতে পড়তে হয়।সংশ্লিষ্ট প্রশাসন মাঝেমধ্যে অভিযান করে ট্রাফিক আইন মেনে চলাচল ও এলইডি লাইট না ব্যাবহারের নির্দেশনা দিলে কিচুদিন অতিবাহিত হওয়ার পরে আবার যেইসেই।
তবে অদক্ষ চালক ও তিন চাকার সাংগঠনিক দায়িত্বে থাকা কর্তা ব্যাক্তিদের হেয়ালিপনায় প্রশাসনের আদেশ ও উদ্যেগ বেশতে যাচ্ছে এমন উক্তি সাধারণ যাত্রীদের। সম্প্রতি ভোলার নতুন বাজার মোড় থেকে ইলিশা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটির প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তিন চাকার যানবাহন চলাচলে ব্যাপক অনিয়ম দেখা গেছে।
আর অনিয়ম ও প্রতিযোগিতা করে চালনা করে ইলিশার ঘরপোড়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীর প্রান কেড়ে নিয়েছেন ইজিবাইক। এসব যানবাহন চালকরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনো মাঝসড়ক দিয়ে ওভারটেকিং করতে ঘটায় দুর্ঘটনা, আবার কখনো তারা উল্টো পথে চলাচল করে ঘটায় । ফলে সড়কের শৃঙ্খলা আসছে না।
ভোলার জেলা পরিষদ থেকে নতুন বাজার পোষ্ট অফিস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দিবারাত্রি সবসময় এই তিন চাকার যানবাহনের দখলেই থাকে। এতে পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
শহরের পানের আড়ৎ মোড়েও যানজট তৈরির চিত্র নতুন নয়। তবে এই মোড়ে সর্বসময় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও যানজট নিরসন না হওয়া প্রসঙ্গে আন্তঃজেলা ট্রাক চালক রাতুল মিঞা বলেন পুলিশের দায়িত্বে অবহেলার কারনে ছোটছোট তিন চাকার গাড়ির এসব যানজট তৈরি হচ্ছে। তিনি আরো বলেন থ্রি হুইলার চালকরা অদক্ষ বলেই সড়কে আমরা বড় গাড়ি চালাতে সমস্যা হয়। এ সকল থ্রী হুইলারদের প্রশিক্ষণ দিয়ে সড়কে চলাচলের আদেশ দেয়ার দাবি করেন এই ট্রাক চালক।
সড়ক ও জনপথ (সওজ) ভোলা সূত্রে জানা গেছে মহাসড়কে থ্রি হুইলার (তিন চাকার যান) চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভোলার আঞ্চলিক মহাসড়কে স্বপ্ল দূরত্বে চলাচলের গণপরিবহন না থাকায় এসব নিষিদ্ধ যানবাহন ব্যবহার করেন যাত্রীরা। আকবর হোসেন নামের এক অটোরিকশাচালক বলেন, মাসিক কিচু টাকা ও মাসে একদিন (রিকোজিশন) পুলিশের সাথে গাড়ি নিয়ে ডিউটি করলেই রিকশা, অটোরিকশা সবই চলতে পারে। কে দক্ষ আর কে অদক্ষ চালক এটা কোন বিষয় না।
এই চালক আকবরের পূ্র্বের পেশা ছিলো নদীতে মাছ শিকার করা। এখন সে চালান অটোরিকশা, যদিও সড়ক পথের আইন শৃঙ্খলা বজায় রাখাতো দুরের কথা সে কদিন ধরে ইজিবাইক চালানো শিখেই গাড়িটি কিনেছেন বলে জানান। ভোলার আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান শৃংখলার সাথে চলতে ও দূর্ঘটনা এড়াতে সড়কের উভয় পাশে আলাদা লেন বা সাদা রঙ্গের রেখা টেনে দেয়া থাকলেও তা মোটেও মানছে না তিন চাকার চালকরা।
এ বিষয়ে ভোলা ট্রাফিক ইনচার্জ আঃ গনি সোনালী নিউজ কে জানান, ভোলা আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ও গতি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের অভিযান চলছে। তাদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি চালকদের সতর্কতা অবলম্বনের জন্য সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। তবে নতুন বাজার তিন চাকার দখলে থাকার বিষয়ে তিনি বলেন এ গুরুত্বপূর্ণ জনপদটি অবশ্যই যানজটমুক্ত রাখার বিষয়ে কিচুদিন আগেও মাসিক সভায় আলোচনা করেছি।
আমরা সিগ্রই এলইডি লাইট ও ডান পাশের রেলিং বিষয়ে অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে অনেক এলইডি লাইট খুলে নেয়া হয়েছে। ট্রাফিক আইন অমান্য কারিদের সচেচনতা সভা করেছি। সড়কে অবৈধ যান চলাচলে অভিযান ও সচেতনতা তৈরিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
ভোলা সদর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.