ফিলিস্তিনীদের উপর বর্ররতা হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারন জনগণের উপর বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমরা সবাই ভাই ভাই, মানব হত্যার বিচার চাই” এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ইসলামী ঐক্য জোটের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন তৌহিদী জনতা।শুক্রবার (২০অক্টোবর) বিকাল তিনটায় সালথায় সদর বাইপাস সড়কে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তৌহিদী জনতা ।
সালথার তৌহিদী জনসাধারন প্রথমে জড়ো হয় বাইপাস সড়কে, পরে আছর নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে সালথার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় বক্তারা ইসরায়েলের যত পন্য বাংলাদেশে আছে সব পন্য বর্জন করতে সকলকে আহ্বান করা হয়।
বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ঐক্য জোট ফরিদপুর জেলার সভাপতি মাওলানা লিয়াকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু জাফর।
ও সিনিয়র যুগ্ম সম্পাদক মুফতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতি আবুল খায়ের, মাওলানা ওহিদুজ্জামান, সালথা সরকারি মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার নেতা কর্মী ও স্থানীয় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মৌলবি ইউনুস আলী।
মুজিবুর রহমান- সালথা প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.