ভোলায় নসিমন চালক নিহত আহত -৫
সেলো মেশিনে চালিত নসিমন গাড়ি উল্টে মো. আল-আমীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ঐ নসিমনের ৫ শ্রমিক।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আল-আমীন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মো. রুহুল আমীনের ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন। আহত ৫ শ্রমিকরা সকলে উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা।
আহতরা হলেন মো. মঞ্জুর আলম, আজিজ, বাবুল, নূরউদ্দিন ও আব্দুল করিম। এদুর্ঘটনায় গুরুতর আহত নূরউদ্দিন ও আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মো শাহিন ফকির জানিয়েছেন সকালে শিবপুর ইউনিয়ন থেকে এক নসিমনে ঢালাইয়ের মিকচার মেশিন নিয়ে ১০-১২ জন শ্রমিক দৌলতখান উপজেলায় যাচ্ছিলেন। বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে এদুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌছে। ঘটনায় গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আল-আমীনের মৃত্যু হয়।
ভোলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.