লালপুরে উম্মুল কোরআন বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
লালপুরের বিলমাড়ীয়ায় বিলমাড়ীয়া উম্মুল কোরআন বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল (১০:০০) দশ ঘটিকায় বিলমাড়ীয়া কলেজ রোডে বায়তুল আমান জামে মসজিদের পাশে বিলমাড়ীয়া উম্মুল কোরআন বালিকা মাদ্রসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত আলোচনা সভা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস আলীর সভাপতিত্বে ও মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারীদের দ্বীনি শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ একজন দ্বীনদার মা তৈরী হলেই কেবল একটি দ্বীনি সমাজ বিনির্মাণ করা সম্ভব।
এমসয় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আজিজুল হক চুনু সাবেক অধ্যক্ষ লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ রফিকুল ইসলাম মুকুল সাবেক প্রধান শিক্ষক লালপুর শ্রীসুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজ, মোঃ আব্দুল খালেক প্রধান শিক্ষক বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উক্ত মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ মোঃ আবু হানিফ সাহেব ।
বক্তারা তাদের আলোচনায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে সুন্দর দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনা করেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বিলমাড়ীয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ মাওঃ সুলতান মাহমুদ সাইফী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সাংবাদিক মোঃ সালাউদ্দিন সিনিয়র সহ-সভাপতি লালপুর উপজেলা প্রেসক্লাব, মাওঃ মুক্তার হোসেন বাবলু মাওলানা শিক্ষক মন্জিলপুকুর উচ্চ বিদ্যালয়, মাওঃ নাহারুল ইসলাম সুপার মোহরকয়া দাখিল মাদ্রাসা। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হাঃ মাওঃ সুলতান মাহমুদ সাইফী সাহেব দোয়া পরিচালনা করেন। সম্মেলিত দোয়ার মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
রুবেল আলী, নাটোরঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে