বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা গ্রেফতার ৭ -দৈনিক ভোরের বার্তা
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী রাজনসহ সরাসরি জড়িত সাতজনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার (৩১ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- জানে আলম, মো. সুমন ওরফে গর্দা সুমন, লিটন হোসেন, মো. দিপু, সরোয়ার আকন্দ, এবং মো. সজীব।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রোববার (৩০ জুলাই) দিনগত রাতে ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে (২৩) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের বড় বোন লাকি আক্তার জানান, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাতপাখি রোডে তার ভাইয়ের একটি বোরকার দোকান রয়েছে। এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করত তার ভাই সাইফুল। এ কারণে এলাকার মাদক কারবারিদের টার্গেটে পরিণত হয় সে।
তিনি বলেন, প্রতিদিনের মতো রোববার (৩১ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেন সাইফুল। পরে সাতপাখি এলাকার কয়েকজন মাদক কারবারি কথা বলার জন্য তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা তাদের বাসার দরজায় লাথি মেরে বলে যায়, সাইফুলের মরদেহ সাতপাখি সড়কে পড়ে আছে।
এরপর বাসার সবাই বের হয়ে সাতপাখি সড়কে গিয়ে দেখে রাস্তায় রক্ত। স্থানীয়রা সাইফুলকে মিটফোর্ডে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে