ফরিদপুর ১ আসনে গণসংযোগে এগিয়ে মাহমুদা বেগম কৃক-দৈনিক ভোরের বার্তা


আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর ১ আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মথুরাপুর গ্রামের মেয়ে।
তিনি মধুখালীর কৃতি সন্তান ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নারী নেত্রী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মাহমুদা বেগম কৃক।
তিনি, গত তিন বছর নিয়মিত মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গার বিভিন্ন গ্রাম, হাট বাজার, ও চরঅঞ্চলে মানুষের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার করে যাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় গতকাল ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মধুখালী উপজেলার কামারখালী বাজারে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
মাহমুদা বেগম কৃক আপাকে এবার আওয়ামী লীগ থেকে এমপি হিসেবে দেখতে চায় এমন প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিককে জানায় কামারখালী বাজারের কিছু সাধারণ মানুষ।
গণসংযোগে মাহমুদা বেগম কৃক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদ আক্তার মিনা,ডুমাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম,ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম।
গাজনা ইউনিয়ন পরিষদের সদস্য আদর আলী (মেম্বার ) সহ অনেকে । গণসংযোগ শেষে কামারখালী বাজারে আওয়ামী লীগের ইউনিয়ন পার্টি অফিসে, সাবেক চেয়ারম্যান কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবুর সভাপতিত্বে এক সভায়, শত শত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাহমুদা বেগম কৃক।
হৃদয় শীল, মধুখালী ফরিদপুর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.