চাঞ্চল্যকর আলমগীর হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের চাঞ্চল্যককর আলমগীর মাতুব্বরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বাদী পরিবারকে হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সন্মেলন করেছেন নিহতের পরিবার।
সোমবার (২৯ মে) সকালে নিহত পরিবারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সন্মেলনে নিহতের মেয়ে সাদিয়া আক্তার (৩০) কান্না বিজরিত কন্ঠে বলেন, ছোট খারদিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কাওছার মাতু্ববর (৫৫) ছরোয়ার মাতুব্বর(৫০) ছানু মাতুব্বর (৫৩) নুরুল ইসলাম মোল্লা(৫০) বাবলু মাতুব্বর (৫২) গংরা আমার পিতাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি তাদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।
সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন, নিহত আলমগীরের স্ত্রী বিলকিছ বেগম, তার মেয়ে রহিমা বেগম,(৩২) ছোটমেয়ে রেবা আক্তার (২২) ভাতিজা কাওছার মাতুব্বর, আইয়ুব মাতুব্বর, জিয়াদ মাতুব্বর, সাদেক মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর প্রমুখ।
নিহতের মেয়ে সাদিয়া আক্তার আরো বলেন, আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।অথচ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের মিথ্যা মামলায় আমরা হয়রানি হচ্ছি। আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।
মো. কাওছার মাতুব্বর বলেন, হত্যা মামলার বেশ কয়েকজন আসামী উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে নানা ধরনের হামলা, মামলার হুমকি দিচ্ছে। আমরা এখন নানামুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এখন আসামিরা মিথ্যা সাজিয়ে একাধিক মামলা দিতেছে আমাদের নামে। এ ভাবে আর কতো দিন চলবে !
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ হত্যা মামলার কিছু আসামি জামিনে আছেন কিছু আসামী পলাতক। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে