মধুখালী উপজেলা পরিষদ ও কর্মচারী কল্যাণ ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদে উপজেলা পরিষদ, উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাব, মধুখালী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,উপজেলার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী কল্যান ক্লাবের সভাপতি শাহ মো. রকিবুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আবু তারেক,উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. রফিকুল ইসলাম।
অপরদিকে থানা সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন সহ গ্রেফতারকৃত চারজনের ৫ দিনের রিমান্ড চাওয়া হলে সোমবার বিজ্ঞ আদালত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপ তে ২ দিন ও অপর ৩জনকে ১ দিনের রিামন্ড মঞ্জুর করেছেন।
হৃদয় শীল, মধুখালী
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.