শ্রীনগরে ভাগ্যকুলে দিন দুপুরে চুরি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। নয়ন সরদার বলেন, বুধবার আনুমানিক ৩ টা ৪৫মি. দরজার তালা কেটে ভিতরের স্টীলের আলমারী সুকেচের ড্রয়ার, লকার ভেঙ্গে নগত ১,৫০,০০০/- টাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার রুপার অলংকার ১২ভরি অজ্ঞাত নামা চুরেরা নিয়ে যায়।
এই ঘটনা ঘটেছে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা সরদারবাড়ী। স্থানীয়রা জানায়, রুমা বেগম এম রহমান শপিং কমপ্লেক্সের২য় তলায় ব্রাক বাংক থেকে নগত ১.৫০,০০০/- টাকা উত্তোলন করিয়া বাসায় যাওয়ার পথে চুরগন তাকে ফলো করতে করতে বাসায় চলে আছে। এরপর সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়।
ভাগ্যকুল ইউপি সদস্য সেলিম মৃধা বলেন, আমার ট্রেনিং ছিলো আমি শুনেছি যে, নয়ন সরদার বাড়ী চুরি হয়েছে। মহিলা মেম্বার সাহিদা আক্তার বলেন, আমি পরিষদে আছি, নয়ন সরদার বাড়ি গিয়ে জানাতে পারবো।
শ্রীনগর থানা অফিসার ইনর্চাজ আমিনুল ইসলাম বলেন, তদন্ত চলছে। গত কাল ২জন অফিসার গিয়েছে। আজও যাবে।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে