মধুখালীতে অসুস্থ সাংবাদিক বাশারের আর্থিক অনুদান প্রদান-রিপোর্ট হৃদয়শীল
ফরিদপুরের মধুখালীর ভোরের ডাকের প্রতিনিধি ও মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসুস্থ্য সাংবাদিক এসএস আবুল বাশারকে মধুখালী বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান।
শনিবার বেলা সাড়ে ১১টায় মধুখালী রেলগেটস্থ মধুখালী বহুমুখী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক,মোঃ জহুল হক,হাজী আঃ মালেক শিকদার ,মোঃ আলমগীর হোসেন মিয়া ও কাউমুজ্জামান বেঞ্জু প্রমুখ। এসএস আবুল বাশারের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।
এ সময় এসএস আবুল বাশারের স্ত্রী জামেলা খাতুন ,ছোট ভাই আরিফ উপস্থিত ছিলেন। অনুদান প্রদান কালে সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম সমাজের বৃত্তবানদের কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসুস্থ্য সাংবাদিক এসএস আবুল বাশারকে মানবিক আর্থিক সাহার্য্যরে আহবান জানান।
হৃদয় শীল , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.