শ্রীবরদীতে খরিয়াকাজিরচর ইউনিয়ন উলুকান্দা গ্রামে সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসা
উলুকান্দা গ্রামের সাধারণ মানুষের অভিযোগ বিকু দিয়ে মাটি কেটে নষ্ট করছে মানুষের চলাচলের সরকারি রাস্তা ও ফসলি জমি মাটি ।
৩০ ফুট গোত্র করে মাটি কাটায় ঢেলে গেছে পাশের অনেক ফসলি জমি এলাকার লোকজন বাধা দিতে গেলে বিকু ব্যবসায়িক মামুন এলাকার গরম দেখায়ে দীর্ঘদিন যাবত জমজমা মাটির ব্যবসা করে আসতেছে মামুন, ও মোহাম্মদ আলী ভুসি উলু কান্দা গ্রামের বাসিন্দা।
গ্রামের মানুষ বাধা দিতে গেলে গ্রামের মানুষকে বিভিন্ন ধরনের হুমকি মূলক কথা বলে তোরা কই যাবি কোথায় বিচার দিবি দেগা আমার অনেক মানুষ আছে অনেক নেতা আছে মানুষের জমি নষ্ট হলে হোক রাস্তা নষ্ট হলে হোক ভিকুর মালিক মোঃ মামুন বলে আমার বাড়ী লংগড় পাড়া আমাকে কে কি বলে মামুন আর ভুসি মিলে এলাকার গরমে জম জমা মাটির ব্যবসা করে আসতেছে।
খরিয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়টা অবগত না এবং চেয়ারম্যান কে জানানো হয়নি চেয়ারম্যানের অজান্তে মাটির ব্যবসা করে যাচ্ছে, খড়িয়া কাজীর চর ইউনিয়ন চেয়ারম্যান কে জিজ্ঞেস করলে উনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না, তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি,এ বিষয়টা খতিয়ে দেখার জন্য।
এসডি সোহেল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে