মধুখালীতে শ্রমিক কর্মচারী পরিষদের পশ্চিমাঞ্চলের সন্মেলন অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমিক সংগঠন শ্রমিক কর্মচারী পরিষদের চন্দনা নদীর পশ্চিমাঞ্চল ও কোরকদি অঞ্চল কমিটির আয়োজনে সন্মেলন–২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় মহিষাপুর আবুল কালাম এর বাড়িতে চিনিকল বাঁচাতে, আখরোপন লক্ষ্যমাত্রা অর্জনে এবং শ্রমিক কর্মচারীদের ন্যায় সঙ্গতদাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সন্মেলনে সভাপতিত্ব করেন কাজল বসু।
বক্তব্য রাখেন শ্রমজীবি ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস,সহ সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া,অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আক্কাস হোসেন, সদস্য শরিফুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মো.নজরুল ইসলাম, আলি আকবর শেখ, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, মো.একে আজাদ,শাহিন মাহমুদ প্রমুখ।
সন্মেলনে চন্দনা নদীর পশ্চিমাঞ্চলের মো. মন্জু বিশ্বাসকে সভাপতি ও শাহিন মাহমুদ সাধারন সম্পাদক এবং কোরকদি অঞ্চলের বিল্লাল হোসেন কে সভাপতি ও মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করা হয় এবং এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
হৃদয় শীল ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.