কবিতা-বিদেশ প্রেমিক বাঙালি


কবিতা–বিদেশ প্রেমিক বাঙালি
লেখক ঃ-মেহেদী হাসান রাসেল
এ তুমি কেমন তুমি
কেমন ধারার বাঙালি
স্বাধীনতা দিবস বিজয় দিবস
ফেলছো গুলিয়ে।
ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে বলে
পতাকা টানিয়েছো
নিজ বাড়ির ছাদে
রাখবে সিজন জুরে।
নিজ দেশের জাতীয় উৎসবে
কোথায় বলো তুমি থাকো
ভিনদেশকে ভালোবেসে
রাঙাও আকাশ রাঙাও তুমি চাঁদ’ও।
লিও’র সঙ্গে ফাউল হলে
নিন্দা জানিয়ে ভরছো তোমার ওয়াল
কোথায় তুমি, তোমার দেশে
মরছে মানুষ
রাখছো কি সেই খেয়াল।
বড় ধরনের ট্রাজেডির খবর পেয়ে
নরছে তোমার টনক
হ্যাশ লাগিয়ে লিখছো তুমি
জানাচ্ছো তোমার ক্ষোভ।
যতই আজ নিন্দা জানাও
জানাও না কেনো ক্ষোভ
কাল যদি পাও নতুন টপিক
ভুলে যাবে সব।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.