আলফাডাঙ্গা আ.লীগের দলীয় নমিনেশন ফরম বিতরণ –দৈনিক ভোরের বার্তা


আলফাডাঙ্গা উপজেলার আ.লীগের কার্যালয়ে দলীয় ফরম বিতরণ শুরু করেছে।দলীয় কার্যালয়ে সকাল ১০ টা শুরু হয়ে বিকাল ৫ টা শেষ হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা,আওয়ামী সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার।
ও উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা উপস্থিতে দলীয় ফরম গ্রহন করেন,পৌরসভা মেয়র সাইফুর রহমান সাইফার,খান মিজানুর রহমান, আলফাডাঙ্গা ইউনিয়ন সোহরাব হোসেন বুলবুল,মো.আ. রাজ্জাক শেখ।
এবং বুড়াইচ ইউনিয়ন আব্দুল আলিম খান,গোপালপুর ইউনিয়ন হারিচুর রহমান সোহান,মো.মোনায়েম খান,এনামুল হাচান। উল্লেখ ১৫-১৬ ফরম বিতরণ, ১৭ দলীয় অফিসে ফরম জমা,২০ তাং জেলায় প্রেরণ।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.