মধুখালী কামারখালী বিএনপির প্রস্তুতি সভা ও লিফট বিতরণ


বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ও চাল ডাল, জ্বালানী তেল,গ্যাস বিদ্যুৎ, সার,সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা দাবীতে আগমী ১২ নভেম্বর ফরিদপুরে বি,এনপির গণসমাবেশ সফল করার লক্ষে,আজ বিকাল ৪ ঘটিকার সময় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন বি,এনপির উদ্যোগে, কামারখালী বাজারে, এক প্রস্তুতি সভা ও লিফটের বিতরন করা হয়েছে।
ইউনিয়ন বি,এনপির সভাপতি আক্কাস আলী মৃধার সভাপতিত্বে, দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা বি,এনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল,পৌর বি,এনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
ও উপজেলা বি,এনপির যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম শরিফ, পৌর বি,এনপি যুগ্ন সম্পাদক খন্দকার উবাইদুর রহমান,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন বিশ্বাস, কামরুজ্জামান মিন্টু ছাত্রদলের সাবেক আহবায়ক যুবনেতা এস,এম মুক্তার হোসেন, কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মাষ্টার, পৌর যুবদল পদপ্রার্থী মাহবুব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রজব হোসেন।
এবং উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শরাফত হোসেন সেতু, উপজেলা জাসাসের সদস্য সচিব,গালিব হাসান রিওন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,আলোচনা শেষে কামারখালী বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মধুখালী, ফরিদপুর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.