কালিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-এর র্যালী ও পুলিশ ডে পালিত
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে।
এবারের প্রতিপদ্য, কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে কালিয়া থানা চত্বর থেকে শান্তির প্রতীক কবুতর উরিয়ে র্যালি বের হয়। কালিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি শেষ হয়।
র্যালী শেষে কালিয়া থানা অডিটোরিয়ামে পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলমের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় র্যালীতে অংশ নেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, সালামাবাদ ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান, বাবরা হাচলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মোঃ বাবর আলী –নড়াইল।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে