নবীগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটিতে অনিয়মের অভিযোগ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ইমামবাড়ী রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটিতে অনিয়মের অভিযোগ উঠেছে৷
এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ৩জন অভিভাবক প্রতিনিধিগণ।
অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ১৯ জুলাই, ২০২২ ইং তারিখে ইমাম বাড়ী রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নিরাপত্তা প্রহরী নিয়োগের আদেশ আসলে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোশাহিদ আলী বিগত ১৩সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে বিদ্যালয়ের নোটিশ বহিতে সাক্ষরের মাধ্যমে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের দাওয়াত প্রদান করেন।
একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নিরাপত্তা প্রহরী নিয়োগের ব্যাপারে নিয়োগ কমিটি গঠনের জন্য ১৮সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে এক সাধারন জরুরী সভার আয়োজন করেন। পরবর্তিতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৮সেপ্টেম্বর ২০২২খ্রি. তারিখের সাধারন সভা বাতিল করে দেন৷
পরবর্তীতে কমিটি গঠনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আর কোন সাধারন সভার আয়োজন হয়নি, অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে নিয়োগ কমিটি গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ করেন বলে অভিযোগে করা হয়।
এতে করে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য ফরহাদ আহমেদ মো. আব্দুল্লাহ মিয়া ও বদরুজ্জামান চৌধুরী (স্বাধীন) নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে নিয়োগ কমিটি বাতিল করে পুনরায় নিয়োগ কমিটি গঠনের জন্য একটি অভিযোগ দাখিল করেন৷
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ্ মোশাহিদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি লপ্রথমে কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি বলে জানালেও পরবর্তীতে গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি৷
অনিয়নের ঘটনায় দীর্ঘদিন যাবত বিষয়টি নিয়ে এলাকার অভিভাবক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে বলে সূত্রে জানা যায়।
এদিকে উক্ত ঘটনায় সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস) তার এক বার্তায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.