মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত –রিপোর্ট হৃদয়শীল


ফরিদপুরের মধুখালীতে ঘোপঘাট ফুটবল মাঠ ও এলাকার যুব সমাজের যৌথ আয়োজনে ৪দলীয় ঘোপঘাট ফুটবল মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেঃ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২অক্টোবর বুধবার বিকেলে ঘোপঘাট ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে খেলা উপভোগ করেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)মোঃ শফিকুল ইসলাম।
ও বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম কোরকদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান।
এবং বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান হোসেন মোল্যা, শেখ মোঃ জালাল উদ্দিন,ঘোপঘাট ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ মীর ও সাধারন সম্পাদক মোঃ সবুজ শেখসহ প্রমুখ। ২য় সেগেন্ড ফাইনাল খেলায় গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া জেলা ফুুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে।
গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ দল ১-০ গোল করে প্রথম ভাগে এগিয়ে যায়।কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ দল খেলার শেষ মুহুর্তে গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অবশেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ দল ট্রাইব্রেকারে গোপালগঞ্জ জেলা ফুটবল একাদশ দলকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে খেলার সুযোগ করে নিলো। কর্দমাক্ত মাঠে বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ খেলা উপভোগ করেন।খেলা পরিচালনা করেন আবুল বাশার মিয়া। সহকারী হিসেবে ছিলেন সবুজ ও দেলোয়ার হোসেন এবং মহেশ বিশ্বাস।
হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.