দৈনিক ভোরের বার্তা ও চার্টার্ড লাইফ-ফরিদপুর সেলস অফিসের ইনচার্জ এর শুভ জন্মদিন


আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে
-ঃশুভ জন্মদি ঃ-
আজ ৫ই অক্টবর রোজ বুধবার দৈনিক ভোরের বার্তা ও চার্টার্ড লাইফ-ফরিদপুর সেলস অফিসের ইনচার্জ এর শুভ জন্মদিন।
শুভ জন্মদিন দৈনিক ভোরের বার্তা পরিবারের পক্ষ থেকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন সম্পাদককে। এবং চার্টার্ড লাইফ-ফরিদপুর সেলস অফিসের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বর্তমানে তিনি একটি মহৎ কাজের সঙ্গে জড়িয়ে আছেন। দেশের স্বনাম ধন্য চার্টার্ড লাইফ- ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ফরিদপুর সেলস অফিসের কর্ণধার হিসাবে যুক্ত আছেন (এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার & ইনচার্জ – ফরিদপুর সেলস অফিস)।
সততার সাথে কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘জন্মদিনটা স্পেশাল হলেও এই দিন নিয়ে স্পেশাল কোন পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মত আজও পত্রিকা ডেস্কে সময় দিবো এবং চার্টার্ড লাইফ- ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার & ইনচার্জ – ফরিদপুর সেলস অফিসের দ্বায়িত্ব পালন করবো।
একজন সম্পাদক হিসেবে মানুষকে সংবাদ জানানো আমাদের দায়িত্ব। তাই আজকেও মানুষের মাঝে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্বটাই থাকবে। এবং চার্টার্ড লাইফ- ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার & ইনচার্জ – ফরিদপুর সেলস অফিসের দ্বায়িত্ব পালন করবো।
তিনি সবার কাছে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেছেন।
মোশাররফ মাসুদ (বার্তা সম্পাদক)
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.