ঈদ্-এ মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন


পহেলা(১ম) রবিউল আউয়াল রোজ বুধবার, জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লাহর মহা ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেবের মহা হুকুমে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির গৌরবময় ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ফরিদপুর সদরের, নগরকান্দা উপজেলা, রামনগর ইউনিয়নে প্রত্যেক জাকের পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি-বাড়ি আল্লাহ্ আকবার, কালেমা তাইয়্যেবা, ও জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল খচিত তিনটি পতাকা উত্তোলন করা হয়েছে বাদ ফজর।
এ সময় জাকের পার্টির অন্যতম সদস্য নগরকান্দা উপজেলার, রামনগর ইউনিয়নে, ডাক্তার ফজলুল হক এর বাড়িতে পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের মূল দলের সভাপতি জয়নুদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক গফফার সেক এবং মাওলানা আব্দুস সবুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্টের নিজামুল হক শিশির, ফিরোজ হোসেন, পলাশ মোল্লা, জাকির হোসেন সহ জাকের পার্টির রামনগর ইউনিয়নের সকল নেতাকর্মী ও সমর্থক গন।
এ সময় পবিত্র ফাতেহা শরীফ পাঠ করে দেশ-বাসীর উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুর বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.