নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর সাথে সুধীজনদের মত বিনিময়


সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রণব কুমার সরকারের সভাপতিত্বে ও কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলমের সঞ্চালনায় রবিবার দুপুরে কালিয়া থানার হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের প্রথম নারী পুলিশ সুপার খাতুন।
এছাড়াও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, কালিয়া পৌর মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিঠু, সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহী ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুধীজনরা।
এ সময় নবাগত পুলিশ মাদক ও জুয়ার প্রতি জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে বলে জানান। পরে থানার আঙ্গিনায় পরিদর্শন ও বৃক্ষ রোপন উদ্বোধন করেন।
এর আগে নবাগত পুলিশ সুপার কে থানায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
মোঃ বাবর আলী, নড়াইল।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.