শ্রীনগরের অবৈধ ড্রেজারের কারণে সড়ক হুমকির মুখে-দৈনিক ভোরের বার্তা


মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মদনখালী অবৈধ ড্রেজারের কারণে সড়ক হুমকির মুখে।
এতে করে ঝুঁকি নিয়ে চলাচলসহ ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার পথযাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে অবৈধভাবে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। ড্রেজিংয়ে পাইপ সমূহ দিয়ে ওই এলাকার বাড়ী ও ফসলি জমির ভরাটের কাজ চলছে। ঐ গ্রামের রাসেল এই কাজের সাথে জরিত এলাকাবাসী জানায়।
এ ব্যপারে বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, অবৈধ ভাবে সড়ক বন্ধ এবং পাশে ড্রেজিংয়ে ব্যপারে, আমি সড়াতে বলেছি। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক জানান, আমি এখনি ব্যবস্থা নিচ্ছি।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিকি ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.