মুকসুদপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৭ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ কেজি স্কুল চত্বর মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে রবিউল আলম শিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের নাম ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।
ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, নার্গিস রহমান এমপি, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসনে মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার।
প্রায় ৭ বছর আগে ৬ নভেম্বর ২০১৫ তারিখে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা মুকসুদপুরের সকল ইউনিয়নের প্রধান সড়কগুলোতে ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোষ্টারে ছেয়ে গেছে উপজেলা সদর। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সমাপ্ত হয় এই সম্মেলন।
আর টি হাসান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.