কৃষকদের জন্য সুখবর শিঘ্রই আসতে চলছে মহাবৃষ্টিবলয় ঢল
ঋতু অনুযায়ী বর্তমানে চলমান বর্ষাকাল। এসময় সরৎ এর ন্যায় সারাদেশের আকাশ, কোথাও সাদা,কোথাও ধূসর ও কোথাও নীলরংয়ের।
আবার কোথাও কোথাও বিস্তীর্ন আকাশ জুড়ে সাদা কালো মেঘের ভেলা। জলবায়ু পরিবর্তনের কারনে বর্ষাকালেও কাঙ্ক্ষিত বর্ষাহচ্ছেনা।
ফলস্রুতিতে আমন মৌসুমের কৃষকরা পড়েছে চরম বিপাকে। তবে বেসরকারি আবহাওয়া সংস্থা Bangladesh Weather Observation Team- (BWOT) জানিয়েছে শিঘ্রই শুরু হতে চলছে মহাবৃষ্টিবলয় ঢল। সম্ভাব্য সময় হিসেবে তারা জানিয়েছে ২৭ জুলাই থেকে শুরু করে চলতে পারে ৭ ই আগষ্ট পর্যন্ত।
এই বৃষ্টি বলয় ২৯ জুলাই থেকে ৪ ঠা আগষ্ট পর্যন্ত বেশি সক্রিয় থাকবে। এতে সারাদেশে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ার সম্ভাবণা রয়েছে। আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় তীব্র বজ্রপাত হতেপারে। তাই এই সময়ে কৃষক সহ সকলকে সতর্কতা অবলম্বন করা উচিৎ। এসময় বৃষ্টিতে সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ। সবচেয়ে কম আক্রান্ত খুলনা বিভাগ।
মাঝারি আক্রান্ত : রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। উল্লিখিত বিভাগের উপকূলীয় এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সম্ভাব্য বৃষ্টির ধারনা দেয়া হল
বরিশাল, ১৭৫+ পিরোজপুর। ১৭০+ ঝালকাঠি ২০০+
পটুয়াখালী ১৯০+ বরগুনা ১৮০+ ভোলা ২০০+
তাই সকল কৃষক তাদের আমন মৌসুমের চাষাবাদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন।
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে